‘কানাডা বিক্রির জন্য নয়’, ট্রাম্পের মুখোমুখি বসে বললেন কার্নি

২ সপ্তাহ আগে
‘কানাডা বিক্রয়ের জন্য নয়’ এবং ‘কখনই বিক্রয়ের জন্য থাকবে না।’ এমন মন্তব্য করেছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে এ মন্তব্য করেন কার্নি।

গত সপ্তাহে কানাডার ফেডারেল নির্বাচনে জয়লাভ করে কার্নির লিবারেল পার্টি। কার্নির প্রধানমন্ত্রী হওয়ার পর হোয়াইট হাউসে দুই নেতার এটিই প্রথম বৈঠক।

 

বৈঠকে, ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্তকে ‘কৃত্রিম’ বলে উল্লেখ করেন। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য হওয়ার সুবিধাগুলো কার্নির সামনে ফের তুলে ধরার পর এই মন্তব্য করেন  কার্নি।

 

আরও পড়ুন:ট্রাম্প কখনোই আমাদের ভাঙতে পারবেন না, বিজয় ভাষণে কানাডার প্রধানমন্ত্রী


এ সময় যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিলে কানাডার অনেক সুবিধা হবে বলে দাবি করেন ট্রাম্প। 


কিন্তু বৈঠকে কার্নি বলেন, ‘আপনি যেমন রিয়েল এস্টেট সম্পর্কে জানেন, এমন কিছু জায়গা আছে যা কখনও বিক্রির জন্য নয়।’ তেমনি কানাডাও বিক্রির জন্য নয়, এবং কখনও হবে না।’

 

কার্নির যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হওয়ার এই ধারণা প্রত্যাখ্যান বাণিজ্য এবং অন্যান্য আলোচনাকে আরও কঠিন করে তুলবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘না, মোটেও না।’

 

কার্নির এই ধারণা বাতিল এবং কানাডার জনগণের সমর্থনের অভাব সত্ত্বেও ট্রাম্প হয়ত হাল ছেড়ে দেননি। তিনি বলেন, ‘কখনও এই কথা বলবেন না যে, কখনওই হবে না। সময় বলে দেবে। 

 

এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। বেশ কয়েকবার তিনি তার এই ইচ্ছের কথা প্রকাশ করেন।

 

আরও পড়ুন:কানাডার নির্বাচনে মার্ক কার্নির লিবারেল পার্টির জয়ের সম্ভাবনা

  

এদিকে, ওভাল অফিসে  ট্রাম্প কার্নিকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে তাদের সাক্ষাৎ শুরু করেন। 

 

সূত্র: সিবিএস নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন