কাটা মাথা দেখে শনাক্ত, ধরা পড়লেন চোর

২ সপ্তাহ আগে
চাঁদপুর সদর উপজেলায় দিনেদুপুরে একটি গাভী চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করার অভিযোগে সোহাগ হোসেন (৩৫) নামে ‘এক চোরকে’ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার (৪ মে) উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের সেনের দিঘিরপাড়ে এ ঘটনা ঘটে।

 

গাভীর মালিক আব্দুল মতিন মিজি জানান, সেনের দিঘিরপাড়ে তিনি তার পালিত একটি গাভী রোববার সকালে বাড়ির পাশের সড়কে বেঁধে রাখেন। কয়েক ঘণ্টা পর গিয়ে দেখেন তার গাভীটি যেখানে ঘাস খাওয়ার জন্য বেঁধেছেন সেখানে নেই। তারপরও আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজ পান চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে তার গরুটি জবাই করা হয়েছে এবং গরুর মাথা দেখেই তা শনাক্ত করেন। ওই গাভীটি সোহাগ হোসেন নামে এক ব্যক্তি চুরি করেন। পরে তা চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে কসাইয়ের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন।

 

আরও পড়ুন: সুন্দরবনে ট্রলার বোঝাই হরিণ শিকারের ফাঁদ জব্দ

 

পরে কসাইয়ের কাছ থেকে জেনে চোরের সন্ধান পেয়ে জনতা চোরকে আটক করে। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

মতিন মিজি বলেন, গরুটি দুধেল গাভী। তার একটা বাছুরও রয়েছে। প্রতিদিন প্রায় আট কেজি দুধ দেয়। আর ওই গরুটাই চুরি করে কসাইয়ের কাছে বিক্রি করে এলাকার চিহ্নিত চোর সোহাগ হোসেন।

 

তিনি আরও বলেন, কাটা মাথা দেখে আমরা গরু শনাক্ত করি। গরুটির দাম প্রায় এক লাখ ৭৫ হাজার টাকা।

 

আরও পড়ুন: বান্দরবানে কাঠ চোরাচালানকারী আটক

 

এখন তার প্রশ্ন চোর পৌনে ২ লাখ টাকার গাভী কিভাবে ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। এজন্য চোরের সঙ্গে কসাইয়ের বিচার ও শাস্তি দাবি করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন