কাজাখস্তানে বিধ্বস্ত বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে: রিপোর্ট

২ সপ্তাহ আগে
কাজাখস্তানে বিধ্বস্ত আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং এটা করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজারবাইজানের এক তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে এই তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে কাজাখস্তানের আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। 

 

এতে ক্রুসহ মোট ৭২ জন আরোহীর মধ্যে ৪০ জনের মৃত্যু হয়। ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ৬ জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজস্তানের ও ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন।

 

স্থানীয় গণমাধ্যম জানায়, ৫ ক্রুসহ ৭২ জনের বেশি আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রজনি শহরের উদ্দেশে যাত্রা করে বিমানটি। ভারি কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করে বিমানটি। আকতাউ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্তের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দেয় বিমানটি। এসময় জরুরি বার্তাও দেয় বিমানটি।

 

আরও পড়ুন: জাপান এয়ারলাইন্সে সাইবার হামলা, ফ্লাইট বিপর্যয়

 

রয়টার্সের প্রতিবেদন মতে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি এলাকা থেকে গতিপথ বদল করে বিমানটি। আর ওই এলাকায় মস্কো সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন