শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে বসেছিল মরমি আয়োজন। শাম-ই-নুসরাত শিরোনামের এ গানের আসরে সংগীতপ্রেমিদের ছিল উপচে পড়া ভিড়।
গানের প্রতিটি মায়াময় সুর যেন ধর্ম, বর্ণ পেরিয়ে এক বন্ধনে বাধে সবাইকে। গানের তালে তালে যেন এক আত্মিক ভ্রমণ শুরু করেন শ্রোতারা। মঞ্চ আর দর্শকসারি দু’জায়গাতেই যেন চলে সুরের ধ্যান আর ভালোবাসার উচ্ছাস।
গানের মাধ্যমে সুফি সঙ্গীতের সম্রাট নুসরাত ফতেহ আলী খানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তাই মঞ্চে পরিবেশন করা হয় একটার পর একটা নুসরাতের জনপ্রিয় গান।
প্রতিটি গানের শেষে দর্শকদের করতালি আর চোখের আলোয় জ্বলে ওঠে ভালোবাসার ভাষা। পুরো হল রুম ভাসতে শুরু করে সুরের তরঙ্গে।
আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন অনুভ জৈন
কাওয়ালীর পর শুরু হয় কবি ও সাধক জালালউদ্দিন রুমির স্মরণে সুফি ড্যান্স। ঘূর্ণনে, তালে আর পোশাকের উড়ন্ত ছন্দে যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে রুমির ‘ইশক’। সব মিলিয়ে দর্শকরা উপভোগ করেন সুর, তাল ও আধ্যাত্মিকতার অনুভূতিপূর্ণ আত্মমগ্ন সন্ধ্যা।
আরও পড়ুন: যৌন হয়রানির মামলায় সংগীত পরিচালক গ্রেফতার
প্রসঙ্গত, ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশন ও ক্বারার দ্য সুফির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় শাম-ই-নুসরাত অনুষ্ঠান। এর মিডিয়া পার্টনার সময় টেলিভিশন।
]]>

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·