কাঁদলেন মেহজাবীন!

২ সপ্তাহ আগে
শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নিজের অভিনীত সিনেমা ‘মালতী’ নিয়ে কথা বলতে গিয়ে আবেগী হয়ে কাঁদলেন তিনি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। এ প্রদর্শনীতে অংশ নেন দেশের নামিদামি তারকা।

 

‘মালতী’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে আসেন মেহজাবীনের গুরু অভিনেত্রী আফসানা মিমি। আসেন জয়া আহসান, নুসরাত ইমরোজ তিশা, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মির্জা, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, নির্মাতা রায়হান রাফী, সৈয়দ আহমেদ শাওকী, রাকা নওশীন নাওয়ার, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ আরও অনেকে।

 

সিনেমা দেখার পর মেহজাবীনের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় আফসানা মিমি, নুসরাত ইমেরাজ তিশা, জয়া আহসান ও রুনা খানকে।

 

মেহজাবীনকে জড়িয়ে ধরে রুনা বলেন, আমি অনেক গর্বিত। এতে ভালো কাজের মাধ্যমে মেহজাবীন বড় পর্দায় এসেছে। আমি মনে প্রাণে চাই, এ ছবিটি সারাদেশের সব দর্শকের কাছে পৌঁছাক। রুনার এমন মন্তব্যে চোখের কোণে জল চলে আসে মেহজাবীনের। নেট দুনিয়ায় এরইমাঝে ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।

 

এদিকে সাংবাদিকদের প্রশ্নে সিনেমাটি প্রসঙ্গে মেহজাবীন সংবাদমাধ্যমে বলেন,  কোনো পুরস্কার পাওয়ার আশায় সিনেমাটি করিনি। একজন অভিনেত্রী ও দেশের সচেতন নাগরিক হিসেবে সমাজের দায়বদ্ধতা থেকে এ সিনেমায় অভিনয় করেছি। এ সিনেমায় দেশের বিভিন্ন সেক্টরের নানা সমস্যার জায়গাগুলো তুলে ধরা হয়েছে।

 

আরও পড়ুন: হলের সিঁড়িতে বসে নিজের সিনেমা দেখলেন মেহজাবীন

 

মেহজাবীন আরও বলেন, একজন অভিনেত্রীর প্রতিবাদের ভাষা অভিনয় দিয়েই হয়। এ সিনেমাটা একটা প্রতিবাদ ছিল, আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। দেশের নানা সমস্যা নিয়ে আমরা অভিনয় শিল্পীরাই আওয়াজ তুলতে পারি, তাই আমি চেয়েছি এমন ঘটনা নিয়ে সিনেমায় আসি, যে সমস্যাগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত।

 

আরও পড়ুন: মেহজাবীনের সঙ্গে সেলফি তুললেন রণবীর কাপুর

 

নির্মাতা শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’সিনেমায় নিম্নমধ্যবিত্ত দম্পতির সংসার জীবনের নানা ঘাত-প্রতিঘাতের গল্প তুলে ধরা হয়েছে। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন মেহজাবীন। তার সঙ্গে অভিনয়ে আরও ছিলেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীর মতো তারকারা।  

]]>
সম্পূর্ণ পড়ুন