৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। অনেকেই ভেবেছিলেন, এক সেশনেই হয়তো আইরিশদের বাকি ৪ উইকেট তুলে নিবে বাংলাদেশ। কিন্তু যারা এমন ধারণা করেছিলেন, তাদের ধারণা ছিল ভুল। এই ৪ উইকেটের জন্য বাংলাদেশকে বল করতে হয়েছে ৬০ ওভার। শেষ দিকে টানা ২ বলে ২ উইকেট নিয়ে আয়ারল্যান্ডকে অলআউট করতে বড় ভূমিকা রেখেছেন হাসান মুরাদ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অলআউট হয়েছে ২৯১ রানে। একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যাওয়া কার্টিস ক্যাম্ফার অপরাজিত থাকেন ৭১ রানে। তবুও তারা হেরেছে ২১৭ রানের বড় ব্যবধানে। ম্যাচ শেষে লড়াইয়ের জন্য আয়ারল্যান্ড দলকে কৃতিত্ব দিতে ভুলেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন: উইকেট শিকারের রেকর্ডে হেরাথের পাশে তাইজুল
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য আমার মনে হয়..... ছোট দল বড় দল বলে আসলে কিছু নেই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে এবং এরকম একটা ৫ম দিনের উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বিতা আমাদের ছুড়ে দিয়েছে, অবশ্যই ওদেরকে এই কৃতিত্বটা দিতে হবে।’
টাইগার অধিনায়ক বলেন, ‘কিন্তু পাশাপাশি আমি বলবো যে, আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে কৃতিত্ব দেওয়ার মতো। বিশেষ করে তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত- সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বল করেছে এটা আসলে কৃতিত্ব দেওয়ার মতো।’
আরও পড়ুন: ক্যারিয়ার সর্বোচ্চ রান করেও ইয়ানসেনের বিষণ্নতা
মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেখানে প্রথম দিন থেকেই স্পিনাররা ছড়ি ঘোরাতে থাকেন। তবে এবার তেমন কিছু দেখা যায়নি। বাংলাদেশের ব্যাটাররাও রান পেয়েছেন। দারুণ লড়াই উপহার দিয়ে টেস্ট পঞ্চম দিনে নেয়ার পেছনে রয়েছে আয়ারল্যান্ডের দুর্দান্ত ব্যাটিং। শান্ত অবশ্য শুরুতে এমনটা আশা করেননি। তিনি ভেবেছিলেন ম্যাচ পাঁচদিনের আগেই শেষ হয়ে যাবে।
শান্ত বলেন, ‘ভালো লাগছে। অবশ্যই ভালো লাগছে। আশা করিনি। সত্যি বলতে আমরাও আশা করিনি। কিন্তু পাঁচ দিন গিয়েছে। কষ্ট করে এই ইনিংসে দশটা উইকেট নেয়া লাগছে এটাই আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং আমরা সবাই, প্রত্যেকটা প্লেয়ার খুব উপভোগ করেছে এই টেস্ট ম্যাচটি।’
]]>
৩ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·