মংএ চান ওই গ্রামের মৃত অংজু মং-এর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটার দিকে মুসলিম পাড়া মহল্লার মসজিদ সংলগ্ন একটি খালে মাছ ধরতে যান মংএ চান। সেখানে হঠাৎ তিনি স্ট্রোক করে পানিতে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করলে অন্যরা ছুটে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে তীরে তোলা হয়। তবে এর আগেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা।
খবর পেয়ে মহিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: ভারতে কারাভোগের পর আখাউড়া দিয়ে ফিরলেন ১১ বাংলাদেশি
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, 'ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু, তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।'
মংএ চানের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
]]>