রামনবমী বাংলার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। যা কলকাতা সহ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহের সঙ্গে পালিত হয়। এই সময়ে শহরে বিভিন্ন মিছিল, পূজা-অর্চনা এবং জনসমাগম হয়, যার জন্য পুলিশ প্রশাসনকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়। ৬ এপ্রিল ম্যাচের দিনটি রামনবমীর সঙ্গে মিলে যাওয়ায়, কলকাতা পুলিশের পক্ষ থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) জানানো হয় যে এই দিনে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা সম্ভব হবে না। ফলে, ম্যাচটি দুই দিন পিছিয়ে ৮ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নামায় সাবেকদের মুখে সমালোচনা
বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ‘কলকাতা পুলিশ ওই রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি) ৬ এপ্রিল উৎসবের কারণে সেখানকার ম্যাচ সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছিল। সে অনুসারে কর্তৃপক্ষ কলকাতা-লখনৌ ম্যাচ ৮ এপ্রিল বিকেল ৪টায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে বাকি সূচি অপরিবর্তিত–ই থাকছে।’
এদিকে ৬ এপ্রিল আরেকটি ম্যাচ থাকায় কলকাতা-লখনৌর ম্যাচটি হবে বিকেল ৪টায়। আর ৬ এপ্রিল রাতে একমাত্র ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স।