কলকাতার প্রধান কোচ হচ্ছেন অভিষেক নায়ার!

৩ সপ্তাহ আগে
চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি ছিল তিন বছরের। সেই চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর চুক্তি নবায়ন করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এরপর থেকেই নতুন কোচের খোঁজে ছিল আইপিএলের এই দলটি।

কলকাতার কোচ হওয়ার জন্য আগ্রহী ছিল অনেকেই। ইয়ন মরগানসহ একাধিক নাম ছিল আলোচনায়। তবে সব জল্পনা কল্পনার ইতি টেনে অভিষেক নায়ারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দেশটির সংবাদমাধ্যমের খবর, কলকাতা দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকেই নাকি ভারতীয় দলের সাবেক সহকারী কোচ নায়ারকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: টানা ৩ এলবিডব্লিউয়ে এনসিএলের প্রথম হ্যাটট্রিক আফিফের

 

কলকাতার সঙ্গে নায়ারের সম্পর্ক নতুন নয়, বেশ পুরোনো। গৌতম গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন, সেই সময় দলটির সহকারী কোচের দায়িত্বে ছিলেন নায়ার।

 

২০২৪ সালে আইপিএলের শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। সেবার দলটির শিরোপা জয়েও নায়ারের ভূমিকা ছিল অনেক। এরপরই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পান তিনি। 

 

আরও পড়ুন: টেস্টে নেতৃত্ব পেলে কেউই না করবে না: লিটন

 

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক অভিষেক নায়ারের। সেই সম্পর্কের কারণেই নায়ারকে আবারও ড্রেসিংরুমে চায় দলটি। সব কিছু ঠিক থাকলে দিন কয়েকের মধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কলকাতা। 

 

ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচের দায়িত্ব নেন নায়ার। এছাড়া লোকেশ রাহুল, হার্শিত রানা এবং রিঙ্কু সিংয়ের মতো ক্রিকেটারদের গড়ে তোলার পেছনে বড় ভূমিকা আছে তার।

]]>
সম্পূর্ণ পড়ুন