২০০৮ সাল থেকে চলা রাজস্থানের প্রথম অধিনায়ক পরাগ, যিনি নিজের অধিনায়কত্বের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে। এর আগে আর কোনো অধিনায়ক রাজস্থানের জার্সিতে প্রথম দুই ম্যাচে হারেননি।
রাজস্থানের অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে দুই জয় পেয়েছিলেন রাহুল দ্রাবিড় এবং স্টিভেন স্মিথ। ১ জয় এবং ১ হার আছে আজিঙ্কা রাহানে, সাঞ্জু স্যামসন, শেন ওয়ার্ন এবং শেন ওয়াটসনের। আর রিয়ান পরাগ হারলেন দুই ম্যাচেই।
আরও পড়ুন: দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেয়ার অন্যতম নায়ক, কে এই বিপরাজ?
নিয়মিত অধিনায়ক সাঞ্জু স্যামসন পুরো ফিট হয়ে মাঠে নামার আগে আরও একও ম্যাচে অধিনায়ক থাকছেন পরাগ। স্যামসন আপাতত খেলছেন কেবল ব্যাটার হিসেবে। ইম্প্যাক্ট সাবস্টিটিউট নিয়মে ওপেনিং করছেন তিনি। তবে নিজেদের চতুর্থ ম্যাচ থেকে দলের নিয়মিত অধিনায়ক স্যামসনকে উইকেটের পেছনে দেখা যাবে।
এদিকে আসরের প্রথম দুই ম্যাচে হারের ফলে টেবিলের তলানিতে রয়েছে রাজস্থান। আগামী ৩০ মার্চ নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।