কলকাতা লক্ষ্য পেরিয়েছে ১৫ বল হাতে রেখে। জয়ের পথে ডি কক অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১৭তম ওভারে শেষে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল তাদের, আর ডি ককের সেঞ্চুরির জন্য দরকার ছিল ১৯ রান। ১৮তম ওভারের তিন বলে ১৮ রান আসার পথে দুটিই হয়েছে ওয়াইড, নাহলে কক হয়তো সেঞ্চুরিটা করেই ফেলতেন। শেষ পর্যন্ত ৬১ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি।
ডি কক ইনিংস সাজান ৮ চার ও ৬ ছয়ে। অংকৃশ রগুবংশী অপরাজিত ছিলেন ১৭ বলে ২২ রান নিয়ে। রানআউট হওয়া মঈন আলী ৫ ও আজিঙ্কা রাহানে ১৮ রান করেন।
আরও পড়ুন: আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল
পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৫৪ রান তোলা রাজস্থানকে পরে চেপে ধরেন কলকাতার স্পিনাররা। স্যামসন বৈভবের বলে বোল্ড হওয়ার পর বাকি চারটি উইকেটই সমানভাবে ভাগাভাগি নেন মঈন ও বরুণ। রিয়ান পরাগ হাত পুরোপুরি খোলার আগেই বরুণ তাকে সাজঘরে পাঠান। ১৫ বলে ২৫ রান করেন রাজস্থানের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন।
যশস্বী জয়সওয়াল ২৯, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ও নিতিশ রেড্ডি ৮ রান করেন। এরপর ধ্রুব জুরেলের কল্যাণে কোনোমতে ১৫১ রান করে রাজস্থান। জুরেল ৩৩ ও জফরা আর্চার ১৬ রান করেন। কলকাতার হয়ে বৈভব, বরুণ, হার্শিত ও মঈন ২টি করে উইকেট নেন। স্পেন্সার জনসনের শিকার ১।