কলকাতাকে উড়িয়ে প্রথম জয় মুম্বাইয়ের

২ সপ্তাহ আগে
চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেলো মুম্বাই ইন্ডিয়ান্স। টানা দুই হারের পর ঘরের মাঠে তারা উড়িয়ে দিলো কলকাতা নাইট রাইডার্সকে।

সোমবার (৩১ মার্চ) অভিষিক্ত অশ্বনী কুমারের বোলিং তোপে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় কলকাতা। জবাব দিতে নেমে রায়ান রিকেলটনের অপরাজিত ফিফটিতে ৪৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় মুম্বাই।

 

আসর শুরুর প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটের হার। এরপর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৩৬ রানের হার। টানা দুই হারে একেবারে ব্যাকফুটে ছিল আইপিএলের যৌথ সর্বোচ্চ চ্যাম্পিয়নরা। তবে ঘরের মাঠ ওয়াংখেড়েতে কলকাতার বিপক্ষে আর ভুল করেনি তারা।

 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কলকাতাকে বল হাতে শুরু থেকেই চেপে ধরে তারা। দলের খাতায় ২ রান যোগ হতেই বিদায় নেন কলকাতার দুই ওপেনার কুইন্টন ডি কক (১) ও সুনীল নারিন (০)। এরপর আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই রঙ ছড়ান অশ্বনী। তুলে নেন আজিঙ্কা রাহানের উইকেট। কলকাতার অধিনায়ক বিদায় নেন ১১ রানে। এরপর ভেঙ্কাটেশ আইয়ারকে (৩) ফেরান দীপক চাহার। দলীয় ৪৫ রানে বিদায় নেন অঙ্কক্রিশ রঘুবংশী। ১৬ বলে ২৬ রান করেন তিনি। তার বিদায়ের পর হাল ধরতে পারেননি রিঙ্কু সিং (১৭), মনিশ পান্ডে (১৯) ও আন্দ্রে রাসেলরাও (৫)। রামানদীপ সিং শেষদিকে ১২ বলে ২২ রান না করলে হয়তো শতরানেও পৌঁছাতে পারতো না কলকাতা।

 

আরও পড়ুন: হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ সানরাইজার্সের

 

৩ ওভার বল করে ২৪ রান খরচায় ৪ উইকেট নেন অভিষিক্ত অশ্বনী। ২ উইকেট নেন দীপক চাহার।

 

এদিকে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি মুম্বাই। ওপেনিং জুটিতে মারকুটে ব্যাটিংয়ে ৪৬ রান তুলে নেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। রোহিত ১২ বলে ১৩ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে উইল জ্যাকসে নিয়ে জয়ের পথে দলকে এগিয়ে নেন রিকেলটন। তুলে নেন ফিফটি। জ্যাকস ১৭ বলে ১৬ রানে আউট হলেও ৬২ রানে অপরাজিত থাকেন রিকেলটন। ৪১ বল মোকাবিলায় ৫ ছক্কা ও ৪ চারের মারে সাজানো ছিল তার ইনিংস।

 

অবশ্য ১২.৫ ওভারের মধ্যে ম্যাচ শেষ করার বড় কৃতিত্ব সূর্যকুমার যাদবের। ৯ বলে ৩ চার ও ২ ছক্কায ২৭ রানের ঝড় তুলে আগেভাগেই দলের জয় নিশ্চিত করেন তিনি।

 

আরও পড়ুন: রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ককে ১৭ লাখ টাকা জরিমানা

 

হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা। তবে মুম্বাইয়ের বিপক্ষে হেরে ফের ব্যাকফুটে চলে গেল তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন