সোমবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহিনুরকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালের ৩০ মে ঢাকার আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে তাকে গোপালগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস বদলি করা হয়। কিন্তু তিনি সেখানে যোগদান না করে সেই বছরের ৯ জুলাই চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তার আবেদন কর্তৃপক্ষ গ্রহণ করার আগেই কর্মস্থলে অনুপস্থিত হন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও কোনো জবাব দেননি। পরে তাকে ঢাকার প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলেও সেখানে যোগ না দিয়ে টানা প্রায় ১৪১ দিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন।
আরও পড়ুন: পাসপোর্ট অফিসে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসে থাকাকালীন নিজ পেশা ‘সরকারি চাকরি’ গোপন করে ‘শিক্ষক’ পেশায় নিজেই নিজের পাসপোর্টের আবেদন জমা দেন। পরে নিজেই নিজের অনুমোদন নিয়ে পাসপোর্ট গ্রহণ করেন। তার এ আচরণ সরকারি কর্মচারী বিধি মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ শামিল। সে কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শাহিনুর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো জবাব দেননি। ব্যক্তিগত শুনানির জন্যও আবেদন করেননি। এ কারণে বিধি মোতাবেক ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণ হওয়ায় বিধি মোতাবেক তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·