প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের কাছ থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন ডা. হোসেন।
তিনি বলেন, ‘শারীরিক অবস্থার কারণে, প্রেসিডেন্টের সঙ্গে সব মিটিং কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’
আরও পড়ুন: ঈদের নামাজও পড়তে পারলেন না ইমরান খান, কারণ কী?
ডা. আসিম হোসেন আরও বলেন,
প্রেসিডেন্ট জারদারিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং তার স্বাস্থ্যের অবস্থা মূল্যায়নের জন্য একাধিক পরীক্ষা করা হয়েছে। চিকিৎসক দল তার অবস্থা কার্যকরভাবে পরিচালনা করার জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করছে।
এর আগে, স্বাস্থ্যগত সমস্যার কারণে প্রেসিডেন্ট জারদারিকে নওয়াবশাহ থেকে করাচির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সূত্র: জিও নিউজ
]]>