শনিবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রবেশপথ বন্ধ থাকায় এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ উপদেষ্টার সঙ্গ বৈঠকে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ
তবে ওই বৈঠকে এনবিআর চেয়ারম্যান ও বোর্ডের সদস্য ছাড়া ঐক্য পরিষদের কেউ ছিলেন না দাবি করে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়া এনবিআরের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে এনবিআর। আর লাগাতার কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে পড়েছে দেশের আমদানি-রপফতানি।