যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু আজ: প্রেস সচিব

৮ ঘন্টা আগে
বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনা আজ থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে ৯-১১ জুলাই। ইউএসটিআর (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) থেকে বাংলাদেশকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

গত ৭ জুলাই ১৪টি দেশের নেতাদের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠানোর পর বাংলাদেশই প্রথম আলোচনা পুনরায় শুরু করছে। ওয়াশিংটন ডিসিতে আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

 

আরও পড়ুন: উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক চুক্তিতে আগ্রহী ঢাকা: প্রেস সচিব

 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। এছাড়া বাণিজ্য সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন।

 

 

বাংলাদেশ আশা করছে, ২৭ জুনের প্রথম দফা বৈঠকে যে অগ্রগতি হয়েছিল, তার ভিত্তিতেই এবার দ্রুত চুক্তি সম্পন্ন হবে।

 

এর আগে সোমবার (৭ জুলাই) বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।

 

আর গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে সেটি তিন মাসের জন্য স্থগিত রেখেছিলেন ট্রাম্প প্রশাসন। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন