রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নাহিদ বলেন, তারা বাংলাদেশের নির্বাচনে কাজ করবে। আমারা আবারো বলব নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, তাহলেই নিশ্চিত হবে সুষ্ঠ নির্বাচন।
এ সময় নির্বাচনের আগে পুলিশের যথাযথ সংস্কার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এনসিপির আহ্বায়ক।
তিনি বলেন, পুলিশের যথাযথ সংস্কার হয়নি বলেই আমার মনে করি। অন্যদিকে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা বাড়াতে হবে।
আরও পড়ুন: হীন রাজনৈতিক স্বার্থে দেয়া ধর্মীয় ব্যাখ্যা বিশৃঙ্খলার কারণ: তারেক রহমান
নির্বাচনি জোট বিষয়ে তিনি বলেন, আদর্শিক জায়গায় মিল থাকলে আমাদের সমস্যা নেই। এনসিপি তাদের সিদ্ধান্ত অনুযায়ী এককভাবেই এগোবে। আমাদের সঙ্গে কেউ যুক্ত হবে কিনা, সেটা তাদের বিষয়।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·