কবরস্থানের গাছের ডালে ঝুলছিল কাঠমিস্ত্রির মরদেহ

৪ সপ্তাহ আগে
ফেনীর পরশুরামে কবরস্থানে গাছের ডালে ঝুলে থাকা অবস্থায় মো. সোলেমান (৪৪) নামে এক কাঠমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) পরশুরাম পৌরসভার বাউরখুমা সীমান্তবর্তী গুচ্ছগ্রামের কবরস্থানে গাছের ডালে ঝুলে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। নিহত সোলেমান পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং বাউরখুমা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, বিকেলে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে ভেতরে গিয়ে দেখি গাছের ডালে ঝুলছে একটি মরদেহ। প্রথমে পচে গলে যাওয়ায় চেনা যাচ্ছিল না, পরে স্থানীয়রা সোলেমানের মরদেহ হিসেবে শনাক্ত করেন। হয়ত ৪-৫ দিন আগে সোলেমান গাছের ডালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

আরও পড়ুন: সাতক্ষীরায় ভাড়া বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে-তা তদন্ত করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন