কপিরাইট অফিসের অনিয়মে ক্ষুব্ধ এসডি রুবেল, অভিযোগ দেবেন মন্ত্রণালয়ে

৪ সপ্তাহ আগে
পক্ষপাতমূলক আচরণ করায় কপিরাইট অফিসের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এসডি রুবেল। একটি সিনেমার মালিকানা স্বত্ব প্রযোজকের নামে না হয়ে লেবেল কোম্পানির নামে হওয়ায় সুবিচারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে সময় সংবাদের সঙ্গে এসডি রুবেলের কথা হলে তিনি জানান, ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার কপিরাইট রেজিস্ট্রেশন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে কপিরাইট অফিসের একজন কর্মকর্তা।

 

রুবেল আরও জানান, ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার অভিনেতা হিসেবে প্রায় দুই বছর আগে প্রযোজক মিসেস লরা তালুকদারের সম্মতিতে কপিরাইট অফিসে রেজিস্ট্রেশনের আবেদন করেছিলেন তিনি। অথচ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমার প্রযোজককে কিছু না জানিয়েই একটি লেবেল কোম্পানিকে সিনেমাটির মালিকানা স্বত্ব দেয় কপিরাইট অফিস।

 

এসডি রুবেলের ভাষায়, ‘প্রযোজকের সম্মতিতে দুই বছর আগে আবেদন করলে আবেদনের কপি আমাকে ইমেইল করা হয়। প্রযোজকের নামে কপিরাইট সনদ ইস্যুও করা হয়। কিন্তু হঠাৎ করেই শুনি ইস্যুকৃত সনদ বাতিল করে অন্যজনকে কপিরাইট সনদ দেয়া হয়েছে।’

 

রুবেল আরও বলেন, ‘বিষয়টি জানার পর প্রযোজককে সাথে নিয়ে কপিরাইট অফিসে গেলে তারা আমার সাথে নানা টালবাহানা শুরু করেন। কপিরাইট পরীক্ষক ফাতেমা পারভীন সুমাকে বারবার অনুরোধ করার পরও তিনি কোনো তথ্য প্রদান করেননি। উল্টো বলেন, আবার আবেদন করলে তথ্য দেবেন।’

 

কপিরাইট অফিসের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলে রুবেল বলেন, ‘এভাবে সরকারি অফিস থেকে যদি অন্যায়ভাবে দিনের পর দিন প্রযোজকদের ঠকিয়ে কাজ করা হয় তাহলে শিল্প সমৃদ্ধ হবে কী করে?’

 

আরও পড়ুন: এইচএসসিতে দারুণ রেজাল্ট, ডাক্তার হতে চান এসডি রুবেলকন্যা সুজানা

 

কপিরাইট অফিসারদের কাছে প্রশ্ন রেখে রুবেল আরও বলেন, ‘কীসের স্বার্থে এভাবে দিনের পর দিন ঘুরানো হয়? বাদিকে কোনোপ্রকার তথ্য না দিয়ে বিবাদিকে সনদ ইস্যু করা হয়? এর নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে।’

 

আরও পড়ুন: বিয়ে করছেন কবে, জানালেন বাপ্পী

 

ক্ষোভ প্রকাশ করে এসডি রুবেল জানান, তিনি এই ধরনের আচরণের বিষয় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করবেন। সংস্কৃতি উপদেষ্টাকেও বিষয়টি জানাবেন। পাশাপাশি খারাপ আচরণের জন্য কপিরাইট পরীক্ষক ফাতেমা পারভীন সুমার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন এ সংগীতশিল্পী।

]]>
সম্পূর্ণ পড়ুন