কন্নড় ইন্ডাস্ট্রির ‘কালজয়ী’ রোমান্টিক সিনেমা এবার ওটিটিতে

৬ দিন আগে
সম্প্রতি ওটিটিতে রিলিজ পেয়েছে কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘মুংগারু মালে’। আয়ের দিক থেকে এ সিনেমাটি কন্নড় ইন্ডাস্ট্রির এক বিরল ইতিহাস। দীর্ঘ সময় সাফল্যের শীর্ষে থাকার কারণে সিনেমাটি পরে ৪টি ভাষায় রিমেক হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ‘মুংগারু মালে’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০০৬ সালে। প্রযোজক ই কৃষ্ণর এ সিনেমা নির্মিত হয় মাত্র ৭০ লাখ রুপিতে।

 

রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করেন নতুন মুখ গণেশ এবং পূজা গান্ধী। সঙ্গে ছিলেন অভিনেতা অনন্ত নাগ। পরিচালক যোগরাজ ভাটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির পরপরই দর্শক আগ্রহের কেন্দ্রে পরিণত হয়।

 

প্রেক্ষাগৃহে চলে টানা এক বছরেরও বেশি সময় ধরে। ৭০ লাখের সিনেমা ৭৫ কোটি আয় করে রেকর্ড গড়ে কন্নড় ইন্ডাস্ট্রিতে। যার মধ্যে ৫৭ কোটিই উঠে কর্ণাটক রাজ্য থেকে। কন্নড় ইন্ডাস্ট্রির এটিই একমাত্র সিনেমা যেটি বিশ্বব্যাপী আয় করে ৫০ কোটি রুপি।

 

আরও পড়ুন: মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা

 

ভারতের আয়কর বিভাগ বলছে, ছবিটি ৬৭.৫০ কোটি নিট আয় করেছে। এক দশকেরও বেশি সশয় ধরে এ সিনেমা বক্স অফিস রেকর্ডের শীর্ষে অবস্থান করে। দীর্ঘ সময় পর এ সিনেমার রেকর্ড ভাঙে ‘কেজিএফ চাপ্টার ওয়ান’।

 

আরও পড়ুন: রেগে গিয়ে সাংবাদিকদের উদ্দেশে বাংলায় কী বললেন জয়া বচ্চন?

 

প্রসঙ্গত, এ সিনেমার সর্বমোট সাতটি গান রয়েছে। যে গানগুলোও কন্নড় ইন্ডাস্ট্রির হিট গানের তালিকায় রয়েছে। গানগুলো গেয়েছেন শ্রেয়া ঘোষাল, সনু নিগম, উদিত নারায়নের মতো সংগীতশিল্পীরা। আইএমডির রিপোর্টে সিনেমাটির রেটিং ১০ এর মধ্যে ৮.৪। বিপুল সফলতার কারণে সিনেমাটির সিক্যুয়াল  ‘মুংগারু মালে ২’ নির্মিত করা হয় ২০১৬ সালে।    

]]>
সম্পূর্ণ পড়ুন