কক্সবাজারে মাদক ব্যবসায়ী ও অপহরণ চক্রের প্রধান আটক

৩ সপ্তাহ আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ রফিক (২৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপহরণচক্রের প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

 

আটক মোহাম্মদ রফিক ওই এলাকার আব্দুস সালামের ছেলে।

 

পুলিশ জানিয়েছে, রফিক টেকনাফের পাহাড়ি এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান। তার নেতৃত্বে থাকা চক্রটি মাদকপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে এসব অপরাধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

 

আরও পড়ুন: পাবনায় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

 

ওসি গিয়াস উদ্দিন জানান, হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়ার একটি বসতঘরে সংঘবদ্ধ অপরাধীচক্রের সদস্যদের অবস্থানের খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথদল অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরটি ঘিরে ফেললে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।

 

একপর্যায়ে ৭-৮ জন সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিককে আটক করা হয়।

 

গুলিবিদ্ধ রফিককে উদ্ধার করে হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, যৌথ বাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন