কক্সবাজারে বাণিজ্যিক সম্মেলন করল রোসা স্যানিটারিওয়্যার

২ দিন আগে
কক্সবাজারে রোসা স্যানিটারিওয়্যারের ‘ইভলভ বিয়ন্ড’ শীর্ষক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে সারা দেশ থেকে সাড়ে তিন শতাধিক ব্যবসায়িক সহযোগী, ডিলার ও পার্টনার অংশগ্রহণ করেন।


এ সময় প্রতিষ্ঠানটির সিওও মো. খোরশেদ আলম, হেড অব সেলস বিশ্বজিৎ পাল ও হেড অব প্লান্ট মো. মোকতাদিরুর রহমানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়িক সেশন শেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‘ইভলভ বিয়ন্ড’ থিমের মূল প্রেরণাকে সামনে রেখে করা আয়োজনটি এ বছরের কনফারেন্স অংশগ্রহণকারীদের নতুন সম্ভাবনা খোঁজার, উদ্ভাবনকে গ্রহণ করার এবং রোসার অগ্রযাত্রায় সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার সুযোগ করে দেয়। কনফারেন্সটি ছিল বাংলাদেশের স্যানিটারিওয়্যার শিল্পে রোসা স্যানিটারি ওয়্যারের প্রভাবকে আরও দৃঢ় করার এক শক্তিশালী প্ল্যাটফর্ম।


আরও পড়ুন: দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম, হেড অব সেলস বিশ্বজিৎ পাল, হেড অব প্লান্ট মো. মোকতাদিরুর রহমান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ।


তাদের বক্তব্যে উঠে আসে রোসার সার্বিক সক্ষমতা, পণ্যের গুণগত প্রতিশ্রুতি এবং দেশের স্যানিটারিওয়্যার শিল্পে নতুন মানদণ্ড স্থাপনের দূরদৃষ্টি।

]]>
সম্পূর্ণ পড়ুন