রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ইনানীতে হোটেল সী পার্ল-এর সামনে সমুদ্র তীরে আয়োজন করা হয় ‘ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪’। পরের দিন সোমবার সন্ধ্যায় (২৩ ডিসেম্বর) একই স্থানে অনুষ্ঠিত হয় ‘সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স- ২০২৪’। দুটি সম্মেলনই আতশবাজির মধ্যদিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
সে সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. জিয়াউল আলম, এফসিএ, ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান ও মো. রফিকুল ইসলাম, এফসিএস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আব্দুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম প্রমুখ।
দুটি সম্মেলনই সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে তুলতে ছিলেন দেশের বিখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
সম্মেলনে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি জোরদার করতে সময়োপযোগী বাজার গবেষণা, বিপণন ও ব্যবসায়িক কলাকৌশল নিয়ে পরিবেশকদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: ‘এমডি অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন ওয়ালটনের মাহবুবুল আলম
ক্রেতারা সময়োপযোগী ও আধুনিক কী ধরণের পণ্য চান সে সম্পর্কে পরিবেশকদের তথ্য দেয়ার আহবান জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের গুণগতমান সর্বাধুনিক প্রযুক্তির সঙ্গে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। পাশাপাশি, প্রতিবছরই নতুন নতুন পণ্য ও মডেল বাজারে ছাড়তে সঙ্গম হচ্ছি আমরা।
পরিবেশকদের গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা ওয়ালটন হাই-টেক পার্কে এলে শুধু ওয়ালটন সম্পর্কেই নয় বরং ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে বিপুল অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
সম্মেলনে অংশ নেয়া পরিবেশকদের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আপনাদের বেশিরভাগই দেখতে তরুণ হলেও ব্যবসার দিক থেকে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। সিংহভাগ চাহিদা নিজেরা পূরণের লক্ষে আমাদেরকে বাজার গবেষণা চলমান রয়েছে। সে সময় তিনি ডিস্ট্রিবিউটরদের আঞ্চলিক পর্যায়ে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যপক ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
সম্মেলন দুটি উপলক্ষে বর্ণিল ব্যানার-ফেস্টুন ও সুসজ্জিত তোরণে সাজানো হয় পুরো কক্সবাজার শহর। সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর কক্সবাজার এলে তাদের পদচারণায় হোটেল রয়েল টিউলিপ ও ইনানী সমুদ্র সৈকত উৎসবে রূপ নেয়।
সম্মেলনে চলতি বছর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধ-শতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন ও সেইফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স-২০২৪।