শনিবার (১০ মে) দুপুর ২টায় কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইবিপি রোড়ের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাহাদুরকে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা সংক্রান্ত দায়ের করা কয়েকটি মামলার আসামি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার
গত ৬ মে সকাল ৬টায় যুবলীগ নেতা মোনাফ সিকদারের নেতৃত্বে কক্সবাজার শহর যুবলীগের ব্যানারে কলাতলী সড়কে ঝটিকা মিছিল করে ২০ থেকে ৩০ জন যুবলীগের কর্মী সমর্থক। এর পরপরই শহরজুড়ে যুবলীগের নেতাকর্মীদের ধরতে পুলিশ চিরুনি অভিযান শুরু করে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরকে বাহাদুরকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গত ৪ দিনে যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।