ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারে বাংলাদেশের বিশ্বকাপ টিকিটের অপেক্ষা বাড়ল

২ সপ্তাহ আগে
সমীকরণটা একদম সহজ ছিলো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই মিলবে ভারত বিশ্বকাপের টিকিট। নারী বিশ্বকাপ বাছাইয়ের এমন ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হার বরণ করল বাংলাদেশ, ফলে অপেক্ষা বাড়ল বিশ্বকাপ টিকিটের জন্য।

বাংলাদেশের একমাত্র বাকি থাকা ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। শনিবার (১৯ এপ্রিল) ওই ম্যাচে জিতলে কোনো কিন্তু ছাড়াই বিশ্বকাপে যাবে টাইগ্রেসরা। হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নেট রানরেটে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকতে হবে, এই দুদলের পক্ষে বাংলাদেশের সমান সর্বোচ্চ ৬ পয়েন্ট অর্জন সম্ভব। মোট দুটি দল বিশ্বকাপের টিকিট পাবে, ৩ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট বাংলাদেশের সমান।


লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ২২৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ১৪৭ রানে ৫ উইকেট তুলে নেয় তারা। এরপর চিনলে হেনরি ও শাবিকা গাজনাবি বাংলাদেশের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটের জয় উপহার দেন। হেনরি শেষ পর্যন্ত ৪৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।


ওয়েস্ট ইন্ডিজের মধ্যে বাকিদের হয়ে স্টেফানি টেইলর ৩৬, হেইলি ম্যাথুস ৩৩, কিয়ানা জোসেফ ৩১, শিমাইন ক্যাম্পবেল ২৪ ও শাবিকা ২০ রান করেন। বাংলাদেশের হয়ে ৩৮ রানে ২ উইকেট নেন মারুফা আক্তার। জান্নাতুল, নাহিদা, রাবেয়া, ফাহিমা ও রিতু মনি একটি করে উইকেট পান।


আরও পড়ুন: লাহোরের মালিক রিশাদকে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি’


এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করা বাংলাদেশ শেষ ১৩৫ বলে ৭ উইকেট হারিয়ে তুলেছে মোটে ৯৩ রান। টস জিতে এদিন ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৯ বলে ৬ রান করে বিদায় নেন মোস্তারি। ওপেনিং জুটি আশা দেখাতে না পারলেও ওপেনার ফারজানা হক ও ওয়ানডাউনে নামা শারমিন আক্তার দারুণ খেলছিলেন। তাদের জুটিতে বড় সংগ্রহের পথেই হাঁটছিল টাইগ্রেসরা।


দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা-শারমিন ১১৮ রান যোগ করেন। ওয়ানডাউনে নামা শারমিন আসরে ব্যক্তিগত তৃতীয় অর্ধশতক হাঁকান। কিন্তু ২৮তম ওভারে বল করতে আসা  অ্যালেইনের এক ওভারেই ছন্দ হারায় বাংলাদেশ। উল্টো পথে হাঁটার শুরু সেখানেই। অ্যালেইনের ওভারের তৃতীয় বলে বিদায় নেন ফারজানা। ৭৮ বলে ৩ চারে ৪২ রান করেন তিনি। সেই ওভারের পঞ্চম বলে আরও বড় উইকেট হারায় টাইগ্রেসরা। অর্ধশতক হাঁকানো শারমিন বোল্ড হয়ে যান। আউট হওয়ার আগে শারমিন ৭৯ বলে ১০ চারে ৬৭ রান  করেন। এর আগে থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৯৪ ও স্কটল্যান্ডের বিপক্ষে ৫৭ রান করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার।


আরও পড়ুন: বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে ডিপিএলের সুপার লিগ


এই দুজনের বিদায়ের পর বাকিরা আসা-যাওয়ার মিছিলে নাম লেখান। আগের তিন ম্যাচে শতক ও অর্ধশতক হাঁকানো নিগার সুলতানা আজ হতাশ করেছেন। ১০ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। স্বর্ণা করেন ৬ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ে বুক চিতিয়ে লড়াই করে জয় এনে দেয়া রিতু মনিও ব্যর্থ হন। ২৬ বলে করেছেন ১৫ রান। ফাহিমা ৯ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।


শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুন রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। নবম উইকেট জুটিতে রাবেয়াকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন তিনি। পঞ্চাশতম ওভারে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩৯ বলে ৪ চারে ২৫ রান করেন নাহিদা। রাবেয়া ২০ বলে ৫ চারে ২৩ রানে অপরাজিত থাকেন। মারুফা করেন ১ রান। অ্যালেইনে ৯ ওভারে ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন। হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার ২টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি চিনলে হেনরির ঝুলিতে গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন