মিরপুরে বুধবার (১৫ অক্টোবর) রানিং, আর স্ট্রেচিং করেছেন এলকেডি। ব্যাটিং অনুশীলনে ফিরতে কমপক্ষে আরও দুদিন সময় লাগবে তার। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের শুরু থেকেই লিটনকে পাওয়ার বিষয়ে আশাবাদী বিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে চোট পেয়েছিলেন লিটন। এরপর থেকেই মাঠের বাইরে টাইগারদের টি-২০ অধিনায়ক। এশিয়া কাপে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তার অভাব ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে উইকেট কিপিংয়ে। এলকেডির খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজেও। এখন অনেকটা সুস্থ হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা নিশ্চিত নয় লিটনের।
আরও পড়ুন: এখন থেকে ছেলেদের সমান ভাতা পাবে মেয়েরাও
প্রথমে শঙ্কা ছিল, লিটনের মাঠে ফেরাটা আরও দীর্ঘ হতে পারে। কিন্তু এলকেডি মিরপুরে শুরু করেছেন ফেরার প্রস্তুতি।
কদিন ধরেই করছেন রানিং, স্ট্রেচিং। সময় কাটাচ্ছেন জিমেও। এদিনও মিরপুরে লম্বা সময় ফিটনেস ট্রেনিং করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক। চোটও এখন অনেকটাই সেরে গেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে মাঠে ফিরতে কতটা মরিয়া এলকেডি। তবে, এখনো ব্যাটিং শুরু করেননি লিটন।
তার বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘লিটন মোটামুটি সবদিক দিয়ে ঠিক আছেন। সে ফিটনেস, ফিজিক্যাল ট্রেনিং করছে। এখন এটাই চলবে। কিন্তু ব্যাটিং করছে না। কিছুটা সমস্যা এখনো রয়েছে গেছে। সেটা ঠিক হলে ব্যাটিং অনুশীলন করার অনুমতি পাবে।’
টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। শনিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ব্যাট হাতে অনুশীলন শুরু করতে লিটনের সময় লাগবে আরও কয়েকদিন। তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার না থাকার শঙ্কাটাই বেশি।
রিহ্যাব প্রক্রিয়া শেষ হলেই ব্যাট হাতে ফেরার প্রস্তুতি শুরু করবেন লিটন দাস। সব কিছু ঠিক থাকলে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই আবারও দেখা মিলবে টাইগারদের শর্টার ফরম্যাটের অধিনায়কের। আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আরও পড়ুন: মাত্র ৩০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
এদিকে ইমনের কাঁধের ইনজুরিটাও এখনো সারেনি। ব্যাটে রান না পেলেও, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো স্কোয়াডে থাকবেন নাঈম শেখ। অবশ্য বিবেচনায় থাকবেন সৌম্য সরকারও। ফরম্যাট ভিন্ন হলেও, এনসিএল টি-২০'তে ৬ ম্যাচে এক ফিফটিতে তিনি করেছেন ১৭৮ রান।
]]>

১ সপ্তাহে আগে
৬







Bengali (BD) ·
English (US) ·