জ্যামাইকা টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ২৭ রানে অলআউটের পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের টেস্ট ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় স্কোর ক্যারিবীয়দের। গেল কয়েক বছর ধরেই দেশ-বিদেশের বিভিন্ন লিগের অর্থের মোহে জাতীয় দলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন ক্রিকেটাররা। আর তাতেই হারিয়ে যাচ্ছে ক্যারিবীয়ান ক্রিকেটের সোনালী দিন।
ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দেশকে দেখেও টনক নড়েনি দেশটির ক্রিকেট বোর্ডের। ধারাবাহিক ব্যর্থতায় খাদের কিনারায় যখন দেশটির ভাবমূর্তি, তখন ক্রিকেট বাঁচাতে উঠে পড়ে লেগেছে ক্যারিবিয়ান বোর্ড। এতদিন পর এসে হুঁশ ফেরায় নিজ দেশের বোর্ডের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন লারা। স্টিক টু ক্রিকেট নামে একটি পডকাস্টে বোর্ডকে একহাত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাসেলের বিদায়ের ঘোষণা
লারা বলেন, ‘আমাদের দেশে এমন অনেক ক্রিকেটার আছে যারা নিজেদের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কী করবে, তা-ই জানে না। পুরানের মতো আগ্রাসী ও মেধাবী ক্রিকেটার ২৯ বছর বয়সে অবসর নিল, এটা সত্যিই দুঃখজনক। কেন নিয়েছে এটাও সবাই জানে। বিশ্বজুড়ে ৫–৬টা ক্রিকেট লিগ আছে। সেখানে পারফর্ম করলে ওরা যথেষ্ট অর্থ উপার্জন করতে পারে। তাহলে কেন ওরা দেশে পড়ে থাকবে?
ক্রিকেটাররা যেন দেশের প্রতি দায়বদ্ধ থাকেন, তার জন্য কিছুই করেনি ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন লারা। ‘আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ক্রিকেটারদের তেমন কোনো আর্থিক নিশ্চয়তা দিয়েছে, যাতে করে ক্রিকেটাররা দেশের প্রতি খেলতে অনুপ্রেরণা পায়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ নিয়মিত সেই দিকে জোর দিচ্ছে।’