বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ১৭ রানেই দুই উইকেট হারিয়েছে ভারত।
অধিনায়ক শুভমান গিল ৯ রান করে বার্টলেটের করা আউট হয়ে গেছেন। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে বার্টলেটের সেই ওভারের পঞ্চম বলে আউট হয়ে গেছেন বিরাট কোহলিও। ৪ বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি ৩৬ বছর বয়সী এই ডানহাতি।
অজিদের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার তর্জনি উঁচিয়ে আউট ঘোষণার পর রিভিউ নেননি কোহলি। বিদেশে নিজের প্রিয় ভেন্যু অ্যাডিলেডে প্রথমবারের মতো শূন্য রানে আউট হলেন তিনি।
অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল অত্যন্ত মন্থর। রোহিত শর্মা তার প্রথম ২০ বলে মাত্র ৬ রান করেন—যা ২০১৯ বিশ্বকাপের পর থেকে তার সবচেয়ে ধীর সূচনা।
আরও পড়ুন: ইউনিকর্নসের কোচের চাকরি ছাড়লেন ওয়াটসন
৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে কোহলি এবারই প্রথম টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হলেন। ২০২১ সালে আহমেদাবাদে একবার টেস্ট ও টি-টোয়েন্টিতে টানা শূন্য করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে এটি কোহলির দ্বিতীয় শূন্য রানে আউট হওয়ার ঘটনা, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তার চতুর্থ ডাক। এটি আন্তর্জাতিক ক্রিকেটে তার ৪০তম ডাক, ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তার চেয়ে বেশি (৪৩) ডাক রয়েছে কেবল জহির খানের।
সিরিজের প্রথম ম্যাচের আগে পার্থে কোহলি বলেছিলেন, দীর্ঘদিন খেলার পর এবার কিছুটা বিশ্রাম পেয়ে তিনি নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে ফিট মনে করছেন।
তিনি ফক্স স্পোর্টসের রবি শাস্ত্রী ও অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলাপে বলেছিলেন, 'সত্যি বলতে, গত ১৫–২০ বছরে আমি কখনও বিশ্রাম নিইনি, যদি সেটি বোঝানো যায়। আমি সম্ভবত গত ১৫ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এবং আইপিএল মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছি। তাই এই বিরতি আমার জন্য ছিল একদম সতেজতার মতো। এখন নিজেকে আগের চেয়ে ফিট লাগছে। মানসিকভাবে আমি জানি মাঠে কী করতে হবে, কেবল শারীরিকভাবে প্রস্তুতি নেওয়াটাই আসল ব্যাপার।'
কোহলির প্রথম ম্যাচে পার্থে আউট হন মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের প্রলুব্ধকর ডেলিভারিতে, যেটিতে ড্রাইভ করতে গিয়ে বল তুলে দেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। কুপার কনোলি ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিয়েছিলেন।
অ্যাডিলেডে এদিন প্রথমবারের মতো শূন্য রানে আউট হওয়ায় তার ঐতিহাসিক রেকর্ড খানিকটা দাগ পড়ল। তবুও তিনি এখনো এই ভেন্যুতে সবচেয়ে সফল বিদেশি ব্যাটার—সব ফরম্যাট মিলিয়ে এখানে তার রান ৯৭৫, যেখানে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।
টানা দ্বিতীয় ম্যাচে কোহলি শূন্য রানে আউট হয়ে আরও বিপাকে পড়ে গেলেন। পার্থে সিরিজের প্রথম ওয়ানডের পর ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ জানিয়েছিলেন, কোহলি বর্তমানে '“নিজের ব্যাটিং জোনে নেই' এবং তার ছন্দ হারিয়ে গেছে।
আরও পড়ুন: ব্যাট দিয়ে স্টাম্প ভাঙা রিজওয়ানকে কেন আউট দিলেন না শরফুদ্দৌলা?
কাইফ তার ইউটিউব চ্যানেলে বলেছিলেন, 'একজন খেলোয়াড় কেবল ততদিনই ভালো থাকে যতদিন তার ছন্দ থাকে, ব্যাটিং ফর্ম থাকে, আর সে নিয়মিত খেলতে থাকে। যখন আপনি প্রতি দুই–তিন দিন পরপর খেলছেন, তখন আপনার চোখ বল চিনে ফেলে—এটা ইনসুইং না আউটসুইং, ইয়র্কার না স্লোয়ার। নিয়মিত খেলার মধ্য দিয়েই এই ডেলিভারি চিনে নেওয়ার দক্ষতা আসে—সেখানেই থাকে আপনার ব্যাটিং জোন।'
তিনি আরও যোগ করেন, 'কোহলি এখন স্পষ্টতই তার ব্যাটিং জোনে নেই। ছন্দের ঘাটতি ও অনুশীলনের অভাবই তার আউট হওয়ার কারণ।'
কাইফের কথার প্রতিফলনই দেখা যাচ্ছে কোহলির ব্যাটে!
]]>

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·