ওয়ানগালায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের যে বার্তা দিলেন মির্জা ফখরুল

৪ সপ্তাহ আগে
ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের স্বার্থ ও অধিকার রক্ষার বিষয়টি বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ অক্টোবর) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘ঢাকা ওয়ানগালা-২০২৫’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব বিষয়ে কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, বিএনপির ৩১ দফায় বলা হয়েছে, আমরা ক্ষমতায় গেলে রেইনবো নেশন তৈরি করবো। যাতে সকল জাতিগোষ্ঠী তাদের অবদান রাখবে।

 

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের বহুকাল ধরে লালিত কৃষ্টি ও সংসস্কৃতি বিষয়ে তিনি বলেন, আমাদের দায়িত্ব, সকল সম্প্রদায়ের যেন অর্থনৈতিক উন্নতি হয় এবং তাদের কৃষ্টি-সংস্কৃতি ধরে রাখার জন্য কাজ করা। এ অবস্থায় আমরা বলতে চাই বিএনপি সরকারে এলে সরকারিভাবে ওয়ানগালা পালনের বিষয়টি বিবেচনা করা হবে।

 

আরও পড়ুন: বিএনপি ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল

 

প্রসঙ্গত, গারোরা বিশ্বাস করেন, শস্য দেবতা ‘মিশি সালজং’ পৃথিবীতে প্রথম ফসল দিয়েছিলেন এবং তিনি সারা বছর পরিমাণমতো আলো-বাতাস, রোদ-বৃষ্টি দিয়ে ভালো শস্য ফলাতে সহায়তা করেন। তাই নতুন ফসল ঘরে তোলার সময় ‘মিশি সালজং’কে ধন্যবাদ জানাতে উৎসবের আয়োজন করেন তারা। এই উৎসবকেই ওয়ানগালা উৎসব বলা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন