ওসাসুনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা

৩ সপ্তাহ আগে
দলের চিকিৎসকের আকর্ষিক মৃত্যুর কারণে লিগের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করে বার্সেলোনা। সেই ম্যাচটি হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার (২৭ মার্চ)। তবে বার্সেলোনার দুই খেলোয়াড় আরাউহো ও রাফিনিয়া মাত্রই আন্তর্জাতিক ম্যাচ খেলায় তড়িঘড়ি করে তাদের দলে রাখছেন না কোচ হ্যান্সি ফ্লিক। যার কারণে ওসাসুনার বিপক্ষে খেলা হচ্ছে না বার্সেলোনার এই দুই খেলোয়াড়ের।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার (২৬ মার্চ) বলিভিয়ার মাঠে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে খেলেননি উরুগুয়ে ডিফেন্ডার আরাউহো। তবে একই দিনে খেলা আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের হয়ে পুরো ৯০ মিনিটই খেলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।


ম্যাচ শেষেই এই দুই তারকা তাড়াহুড়া করে স্পেনে ফিরেছেন। তবে এতো অল্প বিশ্রাম পাওয়া দুজনকে ম্যাচের জন্য বিবেচনা না করার কথা বললেন ফ্লিক।


বার্সেলোনার কোচ বলেন, 'ওরা খেলবে না। ওদের ফ্লাইট দীর্ঘ ছিল, আর এটা রিকভারের সেরা উপায়ও নয়। রোনাল্ড সবশেষ ম্যাচে খেলেনি। তবে চোটের পর ওর অনুশীলন করতে পারাটা ভালো কিছু। আমরা দেখব রোববার পরিস্থিতি কী দাঁড়ায়। আমাদের একটি ভালো দল আছে, আর আমি অনুশীলন যা দেখেছি তা বেশ ইতিবাচক। আমাদের তিন পয়েন্টের জন্য লড়াই করতে হবে। যদি কাল (বৃহস্পতিবার) জিততে পারি, তাহলে খুব ভালো হবে।'


আরও পড়ুন: আর্জেন্টনা বিশ্বকাপ জিতে যা পেয়েছিল, ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী দল পাবে তার প্রায় তিনগুণ বেশি অর্থ 


এদিকে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সিও থাকবেন না শুরুর একাদশে। তাকে যতটা সম্ভব বিশ্রাম দেয়ার ভাবনা বার্সেলোনা কোচের।


ফ্লিক বলেন, 'শুরুর একাদশে পাউ কুবার্সি খেলবে কি না? না। এরিক (গার্সিয়া) ও ইনিগো (মার্তিনেস) খেলবে। পাউ বেঞ্চে থাকবে। ওকে আমাদের প্রয়োজন। আমি মনে করি, বাড়তি দুই বা তিন দিনের বিশ্রাম ওর জন্য ভালো। রিকভারির জন্য তিন দিন সময় পাওয়া ওর জন্য ভালো।'


আগামী ২০ দিনের মধ্যে সাত ম্যাচ খেলার চ্যালেঞ্জ বার্সেলোনার সামনে। মৌসুমের এই পর্যায়ে এত ব্যস্ত সূচিতে মানিয়ে নিতে সমস্যা হওয়ারই কথা। তবে ফ্লিক মনে করেন, প্রস্তুত থাকবে তার দল।


২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ।

]]>
সম্পূর্ণ পড়ুন