বুধবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার এ মহড়া অনুষ্ঠিত হয়।
ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরেটি'র মান অনুসারে বিমানে বোমা হুমকি, হাইজ্যাক, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন সংকটে দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেসামরিক ও সামরিক বিভিন্ন সংস্থার মধ্যে ত্বড়িৎ দ্বিপাক্ষিক সমাবেশ ও সক্ষমতা যাচাই এ মহড়ার উদ্দেশ্য বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য অপারেশন এয়ার কমোডর সৈয়দ মেহবুব।
আরও পড়ুন: সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা গ্রেফতার
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালনা মো. হাফিজ আহমদ জানান, অন্তত ১২ সরকারি সংস্থা মহড়ায় অংশ নেয়। অংশগ্রহণকারি সংস্থার মধ্যে রয়েছে, সিভিল এভিয়েশন অথরিটি, বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, রাগিব-রাবেয়া হাসপাতাল।