রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে বুবলী অভিনীত সিনেমাও ছিল। অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন ‘জংলি’ সিনেমায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলী ‘বরবাদ’র জনপ্রিয় ডায়ালগ ‘ওই জিল্লুর মাল দে’কে একটু ঘুরিয়ে নিজের মতো করে শোনান। একটু মজা করেই ‘জিল্লুর’ চরিত্রকে নিজের অভিনীত সিনেমা ‘জংলি’ দেখতে অনুরোধ করেন।
বলেন, ‘বরবাদ’ সিনেমা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য গর্বের এবং খুবই ইতিবাচক। তবে সবার আগে আমি বলব, ওই জিল্লুর ‘জংলি’ দেখ।
আরও পড়ুন: হলিউড-বলিউডের পাশে আইএমডিবিতে জায়গা করে নিল ‘বরবাদ’
বুবলী আরও বলেন, আমি শুরু থেকে বলেছি ‘বরবাদ’ একটা ঝড়ের নাম। সে ঝড় এখন বইছে। আরও কয়েকদিন দর্শক হৃদয়ে এ ঝড় বইবে।

প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’।
আরও পড়ুন: জানা গেল ১৬ দিনে ‘জংলি’র আয়
এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
]]>