ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

২ সপ্তাহ আগে
সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

 

সেখানে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

 

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে আরও রয়েছেন, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুজন।

 

আরও পড়ুন: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে যা বলেছেন সালাহউদ্দিন আহমেদ

 

এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল।

]]>
সম্পূর্ণ পড়ুন