এসবির সাবেক রিপোর্টার রাজুর ২৪ লাখ টাকার গাড়ি জব্দের আদেশ

২ সপ্তাহ আগে
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক ‘সরকারি (গভ.) রিপোর্টার’ মো. শামসুল হক রাজুর গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।


দুদকের উপসহকারী পরিচালক আহাম্মেদ আশরাফ চৌধুরী গাড়ি জব্দের আবেদনটি করেছিলেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।


আরও পড়ুন: সাবেক এমপি দুর্জয়ের ফ্ল্যাট জমি ও গাড়ি জব্দের নির্দেশ


আবেদনে বলা হয়, দুদকের কাছে রাজু আহমেদ দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। তিনি নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জন করে তা দখলে রাখেন। এ ঘটনায় মামলা হয়।


দুদক আরও বলছে, রাজু আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে গাড়ি নম্বর দিয়েছিলেন ‘ঢাকা মেট্রো-ঘ-৩৫৩৭০৭’। তবে তদন্তে দেখা যায়, গাড়ির নাম্বারটি হচ্ছে ‘ঢাকা মেট্রো-গ-৩৫৩৭০৭’।

]]>
সম্পূর্ণ পড়ুন