এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষক কারাগারে

৩ সপ্তাহ আগে
শরীয়তপুরের নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে জুলহাস উদ্দিন নামের এক শিক্ষককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল এ দণ্ডাদেশ দে ন।


দণ্ডপ্রাপ্ত জুলহাস উদ্দিন নড়িয়া পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।


আরও পড়ুন: দোকান ভাড়া নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় কলেজশিক্ষক নিহত


এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, আজ ছিল গণিত পরীক্ষা। দুপুর সাড়ে ১২টার দিকে ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজে দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করেছিল জুলহাস। পরে ওই দুই শিক্ষার্থী অভিযোগ করলে পুলিশ ওইস্থান থেকে তাকে আটক করে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া। জুলহাসকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন