বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ জয়ের সন্ধান মেলেনি।
জানা গেছে, নিখোঁজ জয় চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়ার্ডের বাস চালক মারুফের ছেলে। সে স্থানীয় পিআরডি হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আসছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দাম্পত্য কলহে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বুধবার দুপুরে সরকারি মুড়াপাড়া পাইলট স্কুল কেন্দ্রে আইসিটি পরীক্ষা শেষে শিক্ষকদের সাথে একটি ট্রলারে চড়ে বাড়ি ফিরছিল পিআরডি হাই স্কুলের জয়সহ ৩৮ জন পরীক্ষার্থী। ট্রলারটি চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি গেলে শিক্ষকদের নিষেধ অমান্য করে জয় ও তার সাত বন্ধু ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান এবং রাকিব এক সাথে গোসল করতে নদীতে ঝাঁপ দেয়। পরে অন্যরা সাঁতার কেটে তীরে উঠলেও নদীতে ডুবে নিখোঁজ হয় জয়। পরে সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ছেলেটিকে উদ্ধারে নদীতে তল্লাশি অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে ঢাকা থেকে সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল বিকেল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ছেলেটির কোন খোঁজ পায় নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুকুরে মিলল ৩ নারী-শিশুর খণ্ডিত দেহ, স্বামী আটক
ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের অধিনায়ক হুমায়ুন কবির বলেন, ‘বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।’
]]>