মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কারখানায় বন্ধের নোটিশ টাঙানো হয়।
ঘোষণা দেখার পরে বিকেল চারটা থেকে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট কারখানার শ্রমিকরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার কথা বলে তাদের সান্ত্বনা দেন কর্মকর্তারা।
মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।
আরও পড়ুন: এবার নিলামে এস আলমের সম্পত্তি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কালারপুল ও ইছানগরে কর্ণফুলী নদীর পাড় এবং বাঁশখালীর গন্ডামারায় কারখানাগুলোর অবস্থান। কারখানাগুলো হলো এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এ ছয়টি কারখানায় অন্তত ১২ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করতেন বলে জানিয়েছেন এস আলমের কর্মকর্তারা। হঠাৎ করে কারখানা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। এ সময় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়।
এস আলম গ্রুপের ডেপুটি ম্যানেজার আশীষ কুমার নাথ সময় সংবাদকে বলেন, এলসি খুলতে না পারায় আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরশীল কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। কাঁচামাল আমদানি করা সম্ভব হয়নি। যে কারণে ছয়টি কারখানা বন্ধ করা হয়েছে। তবে, কর্মচারীদের বেতন-ভাতা আগের নিয়মে চলবে বলে জানান তিনি।