মঙ্গলবার (২৫ মার্চ) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রীর ফারজানা পারভীনের বিরুদ্ধে সাড়ে এক হাজার ৫০০ কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণিত হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা করেছে দুদক।’
আওয়ামী লীগ সরকারের আমলজুড়েই ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখলে নেন এস আলম গ্রুপ। পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেন।
আরও পড়ুন: চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা আত্মসাৎ এস আলমের
মামলার এজাহারে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে সিঙ্গাপুর, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডসহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
এদিন প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও ২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক ডিআইজি আব্দুল বাতেন দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
এ ব্যাপারে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘আবু সাঈদ হত্যার সময় রংপুরে ডিআইজির দায়িত্ব পালনকারী আব্দুল বাতেনের স্থাবর-অস্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করেছে দুদক।’