এশিয়ান কাপের আগে শক্তি যাচাইয়ে থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

৪ সপ্তাহ আগে
এশিয়ান কাপের আগে কতটা প্রস্তুত হয়েছে বাংলাদেশ? সেই ধারণা পেতে আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এর আগে তাদের বিপক্ষে বড় ব্যবধানে হারের তিক্ততা থাকলেও এবার আত্মবিশ্বাসী আফঈদা খন্দকাররা।

শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

 

বাংলাদেশ নারী ফুটবল দল এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে যে দলের বিপক্ষে হেরেছে সেটা থাইল্যান্ড। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ওদের বিপক্ষে হারের ব্যবধান ছিল ৯-০ গোলের। এক যুগ আগের সেই বাংলাদেশের সঙ্গে এই দলটার পার্থক্য এখন বিস্তর।

 

থাইল্যান্ডের বিপক্ষে দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। যার মধ্য দিয়ে পিটার বাটলার অঙ্ক মেলাবেন, এশিয়ান কাপের জন্য কতটা প্রস্তুত তার শিষ্যরা। চট্টগ্রামে ফুটবলারদের হয়েছে নিরবচ্ছিন্ন অনুশীলন। তাই প্রতিপক্ষ নিয়ে ভয় পাওয়ার বদলে আত্মবিশ্বাসী হয়েই খেলতে চান আফঈদারা।

 

আরও পড়ুন: নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ বাড়ছে দুই মাস, থাকছেন সাবিনারাও

 

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ-থাইল্যান্ড পার্থক্য স্পষ্ট। লাল-সবুজের ১০৪ এর বিপরীতে থাইরা আছে ৫৩ নম্বরে। একবার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে ওদের। এছাড়াও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে খেলেছে ১৭ বার। একবার জিতেছে এশিয়ান কাপ। পক্ষান্তরে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ সাফ জিতেছে দুই বার।

 

নিজেদের প্রস্তুতি নিয়ে দলের গোলরক্ষক কোচ বলেন, ‘আমরা চেষ্টা করছি, আমাদের দুর্বল দিক এবং প্রতিপক্ষের শক্তিশালী দিকগুলো নিয়ে কাজ করার। কোচ (পিটার বাটলার) যেভাবে নির্দেশনা দিচ্ছেন, মেয়েরা চেষ্টা করছে করার। তারা ভালো করছে। আমরা যারা কোচিং স্টাফ আছি, তারাও চেষ্টা করছি, মেয়েদের ভালো করার জন্য। টেকনিক্যাল, ট্যাকটিকেল যে নির্দেশনাগুলো দেওয়ার দরকার, আমরা দিচ্ছি। চেষ্টা করছি তাদের কাছ থেকে সেরাটা আদায় করে নেয়ার জন্য।’

 

আরও পড়ুন: চাইনিজ তাইপের কাছে বড় হার, এশিয়ান কাপে হলো না হ্যাটট্রিক

 

এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। তাদের সামলানোর আগে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য বেশ ফলপ্রসূ হবে বলে মনে করছে ম্যানেজমেন্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন