এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল আফগানিস্তান। ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত দলে পরিবর্তন কেবল একটি, বাদ পড়েছেন নাভিন উল হক, তার জায়গা নিয়েছেন ডান হাতি পেসার আবদুল্লাহ আহমদজাই। আহমদজাই রয়েছেন এশিয়া কাপের দলের রিজার্ভ তালিকায়। তার এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। ১০ টি-টোয়েন্টিতে এই পেসার শিকার করেছেন ১৪ উইকেট।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ আফগানিস্তান দুবার করে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। ৭ সেপ্টেম্বর টেবিলের দুই সেরা দলের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের মতো এই সিরিজেও আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ খান।
আরও পড়ুন: এশিয়া কাপে শত্রুদেশকে ফেবারিট মানছেন ওয়াসিম আকরাম
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে আফগানিস্তান। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংকে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের মিশন শুরু হবে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে।
আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজের দল
রশিদ খান (অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, সেদিকউল্লাহ অটল, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক, মুজিব উর রহমান, এএম গজনফর, নুর আহমেদ, ফরিদ আহমেদ, আবদুল্লাহ আহমদজাই ও ফজলহক ফারুকী।
]]>