এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ২

৩ সপ্তাহ আগে
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নিউমার্কেট থানার ওসি মহসিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলো এজাহারনামীয় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) এবং মো. কাউসার মৃধা (২৪)।

 

ওসি জানান, দুই ব্যবসায়ীর ওপর মার্কেটের সামনে অতর্কিতভাবে হামলার ঘটনায় জড়িতদের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ‘মাল্টিপ্ল্যান সেন্টারের’ সামনে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের সঙ্গে প্রায় ১৫-২০ জন ছিল। হামলার শিকার দুই ব্যবসায়ী হলেন— এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ও ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক।

 

আরও পড়ুন: পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ১

 

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজ দেখা যায়, সড়কের পাশে মাথায় হেলমেট ও মুখোশ পরে চাপাতি হাতে একদল যুবক এলোপাতাড়ি দুজনকে কুপিয়ে আহত করে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন