জমজমাট এই অনুষ্ঠান এজিএম, নতুন কমিটি ঘোষণা, সম্মাননা, সঙ্গীতানুষ্ঠান, শিশুদের নিত্য পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্রর মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ ছাড়া দেশের বিভিন্ন ব্যাংকের এমডি ও সিইও বিশেষ অতিথি হিসেবে আয়োজনে অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যালামনাই এবং তাদের পরিবারবর্গসহ প্রায় দেড় হাজার অতিথি।
আয়োজনে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের মহাপরিচালক ও বিআইবিমের সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরীকে স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইবিএমের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক মো. নেহাল আহমেদ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষণায় ছিল ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপ।
অনুষ্ঠানে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ দুই বছরের। কমিটির সভাপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে প্রাইম ব্যাংক পিএলসির অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. কাওসার হাবিব নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: নববর্ষ উপলক্ষে পিরোজপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বর্ষপূর্তি অনুষ্ঠানে পারফর্ম করেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও এলামনাই এসোসিয়েশিনের সদস্যদের ব্যান্ড অবয়ব ও তাজমিনুর। পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এ এন এম তানিম।