রোববার (২৩ মার্চ) স্তাদে দি ফ্রান্সে উয়েফা নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। এই ম্যাচের আগে রিয়াল মাদ্রিদের সতীর্থ কিলিয়ান এমবাপ্পের প্রতিভায় মুগ্ধতা প্রকাশ করেছেন মদ্রিচ। মদ্রিচ বিশ্বাস করেন, এই ফরাসি রিয়াল মাদ্রিদের হয়ে অনেক ট্রফি জিততে সক্ষম হবেন এবং বেশ কয়েকটি ব্যালন ডি’অরও জিতবেন।
চলতি মৌসুমে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। ফরাসি অধিনায়ক স্প্যানিশ জায়ান্টদের হয়ে শুরুর দিকে মানিয়ে নিতে বেশ সংগ্রাম করেছেন। তবে সময়ের সঙ্গে সেরা ফর্ম ফিরে পাচ্ছেন তিনি। এরই মধ্যে প্রথম মৌসুমে ২৯টি গোল করে ফেলেছেন। আছেন ব্যালন ডি’অর জয়ের লড়াইয়েও। মদ্রিচ বিশ্বাস করেন, এমবাপ্পে সময়ের সঙ্গে আরও উন্নতি করবেন।
আরও পড়ুন: বিশ্বকাপে খেলতে নেইমারকে কী করতে হবে, জানালেন রোনালদো
আরএমসি স্পোর্টকে মদ্রিচ বলেন, ‘কিলিয়ানের (এমবাপ্পে) ব্যাপারে খুব বেশি বলার বাকি নেই, ফুটবলার হিসেবে সে বিশ্বের সেরাদের একজন। তার অবিশ্বাস্য সক্ষমতা আছে, প্রকৃতপক্ষে, আমি এমনটা একটা দেখিনি। তবে আমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, তা হলো তার ব্যক্তিত্ব। যে দুর্দান্ত এক বালক, অত্যন্ত নম্র, সবসময় কৌতুক করতে প্রস্তুত, সতীর্থদের সাহায্য করতে প্রস্তুত। সে শান্ত। বাইর থেকে দেখলে আপনি বলতেই পারেন এটা তার সেরা মৌসুম নয়, কিন্তু সে এরই মধ্যে ৩০টির মতো গোল করে ফেলেছে...কল্পনা করুন তার পর্যায়ে খেলতে পারলে কী হবে!’

মদ্রিচ যোগ করেন, ‘সে অবিশ্বাস্য প্রতিভা, আমার দেখা সেরাদের একজন। সে চমৎকার ব্যক্তি। সে যা করছে তা করতে দিন, রিয়ালকে ট্রফি জেতাতে তাকে সাহায্য করুন এবং আমি নিশ্চিত সে ভবিষ্যতে ফেবারিটদের একজন হবে, একটি নয় বেশ কয়েকটি ব্যালন ডি’অর জেতার ক্ষেত্রে।’
আজ মদ্রিচের দলের বিপক্ষে ফ্রান্সের ভরসা এমবাপ্পেই। ক্রোয়েশিয়াও চাইবে তাদের বিপক্ষে যেন রিয়ালের এই সুপারস্টার জ্বলে উঠতে না পারেন। ঘরের মাঠে প্রথম লেগে অ্যান্টে বুদিমির ও ইভান পেরিসিচের গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া।