রোববার (১২ জানুয়ারি) দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি জানান।
তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একাধিক কর্মকর্তাকে মামলায় আসামি করা হচ্ছে।
গত ২৬ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধানের বিষয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বুধবার বলেছিলেন, ‘আমাদের অনুসন্ধান দল অনেক কার্যক্রম গ্রহণ করেছে। আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে। বিষয়গুলো নিয়ে কাজ করছি।’
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি /ঢাকা ওয়াসার সেই তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিশেষ করে রাজউকের পূর্বাচল প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা শিগগিরই আপনাদের ভালো কিছু তথ্য দিতে পারব,’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেয়া হয়েছে।