এবার বিলবোর্ডে ভেসে উঠল ‘আওয়ামী লীগ’ ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা নির্বাচন অফিসের বিলবোর্ডে এবার ‘জয় বাংলা’, ‘আওয়ামী লীগ’ ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ লেখা ভেসে উঠেছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন অফিসের বিলবোর্ডে হঠাৎ আওয়ামী লীগের এ শ্লোগান ভেসে ওঠে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান। তবে তার আগেই বিলবোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিলবোর্ডের উল্লেখিত লেখা দেখা যায়নি। তার আগেই বন্ধ করে দেয়া হয়। এ ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: শপিং কমপ্লেক্সের স্ক্রিনে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’


আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শেখ মাসুম বিল্লাহ জানান, আলমডাঙ্গা নির্বাচন অফিসের অ্যাপস সেটিং করে দিয়েছে মেহেরপুরের একটি গ্রুপ। সার্ভারের অ্যাপসের লিংক তাদের কাছে থাকতে পারে। আবার কোনো আইসিটি এক্সপার্ট সার্ভার হ্যাক করে এ ঘটনা ঘটাতে পারে। তদন্ত সাপেক্ষে এটা বের করা যাবে বলে জানান তিনি।


কয়েকদিন আগে আলমডাঙ্গা হাইরোডে মোবাইল ব্যবসায়ী মোবাইল মেলার ডিজিটাল স্ক্রিনবোর্ড হ্যাক করে লেখে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে আসবে দ্বিগুণ শক্তি নিয়ে। বিষয়টি সামনের দোকান থেকে দেখে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন প্রতিষ্ঠানের মালিক। পরে সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেটকার দোকানের সামনে অনেক সময় দাঁড়িয়ে ছিল। তবে ক্যামেরায় গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায়নি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন