ঘটনার তদন্তে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল আমিন উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। বৃহস্পতিবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা- সার্কেল) ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, বুধবার সন্ধার পর বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, এ লেখাটি ভেসে ওঠা দেখে একজন পথচারী স্থানীয় লোকজনকে জানান। এ খবর পেয়ে শতশত বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে গেটে জটলাবদ্ধ হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিজিটাল ডিসপ্লে বোর্ড নির্মাণ করেন। সেই থেকে শিক্ষার্থীদের শিক্ষামূলক লেখা প্রচারিত হয়ে আসছে। ইনপোর্টটি আউট হয়ে সন্ধ্যার পর স্পর্শকাতর লেখাটি ভেসে ওঠে।
আরও পড়ুন: খুলনা রেলস্টেশন: স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
সার্ভেয়ারটি হ্যাক করে এ ঘটনাটি ঘটানো হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার কথা জানান তিনি।
দফতরি কাম অফিস সহায়ক শেখ মাসুম হোসেন বলেন, বেলা ৩টার দিকে বিদ্যালয় বন্ধ করা হয়েছে। সন্ধ্যা পর লাইট দিতে এসে ইনপোর্টের লেখাটি আউট হয়ে এ আপত্তিকর লেখাটি ভেসে আসায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়ার রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ রাখা প্রয়োজন। এছাড়া ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি তদন্তে উপজেলা নিবার্হী কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি অন্যান্য কর্মকতারা হলেন সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরাজুল ইসলাম ও অ্যাসিসটেন্ট প্রোগ্রাম কর্মকর্তা মাহমুদ হাসান। কমিটিকে বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দাখিল করার নিদের্শ দিয়েছেন।
আরও পড়ুন: কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, ২ কর্মী বরখাস্ত
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা-সার্কেল) ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস রাত ৮টার দিকে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তদন্ত করে কোন আইনগত সহযোগিতা প্রয়োজন মনে করলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি নিয়ে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুষ্ঠ তদন্তের স্বার্থে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান।
এর আগে গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে' বলে একটি লেখা প্রচার হয়েছে।
]]>