এবার জনগণই ভোট দেবে: সেলিম ভূঁইয়া

৩ সপ্তাহ আগে
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, বিগত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি, ভোটকেন্দ্রে যেতে পারেনি। এবার জনগণই ভোট দেবে, আমরা জনগণের পাশে আছি। ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দেবে, এটাই আমাদের অঙ্গীকার।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া সড়ক বাজার মোটর স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা চাই নতুন ভোটাররা ভোটের মাঠে আসুক, অংশগ্রহণ করুক এবং তরুণদের ভোট ধানের শীষে হবে—এটাই আমাদের প্রত্যাশা।’

 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু, উপজেলাজুড়ে শোক

 

সভায় সভাপতির বক্তব্যে কবির আহমেদ ভূঁইয়া বলেন, জাতির সামনে যে ৩১ দফা তুলে দেয়া হয়েছে সেটার বাস্তবায়ন হলে বাংলাদেশ অনেকটাই বদলে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন আসবে। তাছাড়া আমাদের নেতাকর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা এখন নির্বাচনে জেতার জন্য প্রস্তুত আছি।

 

আরও পড়ুন: বিএনপির মনোনয়ন পেতে চলছে দৌড়ঝাঁপ, কীভাবে হচ্ছে প্রার্থী বাছাই?

 

সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন। সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন