বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় জাদুঘরের সামনে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনী শেষে একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার
এর আগে বুধবার (২ জুলাই) রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও পদযাত্রার প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিরা।