এনসিএল মাতানো জিশানের এবার বিপিএল চ্যালেঞ্জ

১ সপ্তাহে আগে
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল নিয়ে আশাবাদী দুর্বার রাজশাহীর ক্রিকেটার জিসান আলম। এনসিএল টি-টোয়েন্টির পারফরম্যান্স ধরে রাখতে চান বিপিএলেও। প্রথম ম্যাচের প্রতিপক্ষ রংপুরকে নিয়েও আছে বিশেষ পরিকল্পনা। অন্যদিকে, পূর্ণ লোকাল স্কোয়াড নিয়ে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। যোগ দিয়েছেন বিদেশিরা। ইংলিশ ক্রিকেটার স্টিফেন এসকেনাজির পরিকল্পনা পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তোলা।

ড্রাফটের পর দুর্বার রাজশাহীকে দুর্বল রাজশাহী বলে অনেক ক্রিকেটভক্তই ট্রল করেছে। অবশ্য বলবেই বা না কেনো। ড্রাফট থেকে যে তারা ক্রিকেটার নিয়েছিল মাত্র ১৩ জন। পরবর্তিতে বিদেশি রিক্রুট মিলিয়ে ১৯ ক্রিকেটারকে অন্তর্ভূক্ত করেছে পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।


অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল থেকে উঠে আসা জিসান আলম আলোচিত এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। প্রথম সেঞ্চুরি হাকিয়ে নজর কেড়েছেন। আসন্ন বিপিএলে মাঠ মাতাবেন রাজশাহীর জার্সিতে। এই ক্রিকেটার আশাবাদী নিজের দল নিয়ে। তাসকিন, বিজয়, আকবর আলীদের সঙ্গে নিয়ে দারুণ কিছুর প্রত্যাশা এই তরুণের। তিনি বলেন, 'আমাদের পেস বোলারদের মধ্যে তাসকিন ভাই আছেন, উনি বাংলাদেশের টপ বোলারদের একজন। শফিউল ইসলাম আছেন, মোহর ভাই আছেন। ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই (এনামুল হক), ইয়াসির রাব্বি ভাই, আকবর ভাই আছেন। স্পিনে মুরাদ ভাই আছেন, সাঞ্জামুল ভাই আছেন। মাশাআল্লাহ আমাদের টিম ভালো আছে। দিনে যে ভালো ক্রিকেট খেলবে সেই সেরা। টি-টোয়েন্টিতে নির্দিষ্ট করে বড় কোনো টিম নাই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি, ইনশাআল্লাহ ভালো ফল আসবে।'


আরও পড়ুন: তামিমের ডাকে বরিশালে শাহিন, শ্বশুর আফ্রিদি চট্টগ্রাম শিবিরে


একই মাঠে অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালসও। স্কোয়াডে যোগ দিয়েছেন লিটন দাস। আগের দিনই ছিলেন মোস্তাফিজ। এদিন অবশ্য মিলন মেলায় মেতেছিলেন ক্রিকেটাররা। একই মাঠে অনুশীলন করার কারণে খোশ গল্পের সুযোগ পেলেন শান্ত, দুই তামিম, লিটন, মোস্তাফিজ, শাহিন শাহ আফ্রিদিরা।


প্রথমবারের মতো ঢাকার অনুশীলনে বিদেশি ক্রিকেটার। ইংলিশ স্টিফেন এসকেনাজি, আফগান আমির হামজা ও ফরমানুল্লাহ শাফিরা। বিপিএল খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছেন এসকেনাজি। উপমহাদেশের লিগে খেলতে পেরে উচ্ছসিত এই বিদেশি। ভালো কিছু করে নজরে আসতে চান ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের। তবে সবার আগে ঢাকার হয়ে পাওয়ারপ্লেতে দ্রুত রান তুলে দেয়ার পরিকল্পনা, 'সবার শুরুতে আমি একজন টিম ম্যান হতে চাই। অনেক তরুণ ক্রিকেটার আছেন। তাদের হেল্প করতে চাই। বিদেশি ক্রিকেটারদের কাছে টিমের প্রত্যাশা থাকে যেন দ্রুত রান করে দিতে পারি। আমিও তাই করার চেষ্টা করবো। ৩০ বা ৪০ যে রানই করতে পারি, চাইবো দ্রুত রান তুলে দিতে। রাজধানীর টিমে খেলা সত্যি গর্বের। আমি মিরপুরে খেলার জন্য মুখিয়ে আছি। ভালো একটা শুরু হবে আশা করি।'


বিপিএলে প্রথমবার হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে মোটেও নতুন মুখ নন এসকেনাজি। সম্প্রতি নেপাল প্রিমিয়ার লিগেও কাঠামান্ডুর হয়ে মাঠ মতিয়েছেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন