এজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল

৩ দিন আগে
ইংলিশ প্রিমিয়ার লিগের লন্ডন ডার্বিতে আর্সেনালের মুখোমুখি হয়েছিল টটেনহ্যাম। হাইভোল্টেজ এই ম্যাচে টটেনহ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে গানাররা। আর্সেনালের হয়ে হ্যাটট্রিক করেছেন এবেরেচি এজে।

ঘরের মাঠে দাপট দেখানো আর্সেনাল ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায়। মারিনর থ্রু বল থেকে গোল করেন লিয়ান্দ্রো ট্রসার্ড। এরপর চলে এজে শো। ৪১ মিনিটে আর্সেনালের দ্বিতীয় ও নিজের প্রথম গোল করেন এই ইংলিশ তারকা।


দ্বিতীয় হাফের প্রথম মিনিটেই আবারও এজের গোল। টিম্বাসের পাস ধরে ডি-বক্সে ঢুকেই নিজের দ্বিতীয় গোলটি করেন এজে। টটেনহ্যাম ৫৫তম মিনিটে নিজেদের প্রথম প্রচেষ্টাতেই গোলের দেখা পায়। মাঝমাঠে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নেন পালহিনহা, তিনি পাস দেন রিশার্লিসনকে। পাস পেয়েই গোল করেন এই ব্রাজিলিয়ান।  


আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যানসিটিকে হারাল নিউক্যাসল 


৭৬তম মিনিটে আর্সেনালের চতুর্থ এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এজে। দুই মিনিট পর চতুর্থ গোলও পেতে পারতেন এজে। তবে তার শট ঠেকিয়ে দলের টটেনহ্যামের গোলকিপার  ভিকারিও।


১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। এদিকে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নয় নম্বরে টটেনহ্যাম। 

]]>
সম্পূর্ণ পড়ুন